সংসদ নির্বাচন

৩৭ আসনের সীমানা পরিবর্তন, প্রভাব ৪৬ আসনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

৩৭ আসনের সীমানা পরিবর্তন, প্রভাব ৪৬ আসনে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকার সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের এই তালিকা প্রকাশ করা হয়।

 

চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। তবে এর প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি আসনে।

 

ঢাকার নির্বাচনি এলাকায় ছয়টি আসনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এগুলো হলো—ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪।

  • ঢাকা-২ আসনে কেরাণীগঞ্জের কয়েকটি ইউনিয়ন এবং সাভারের কিছু অংশ যোগ করা হয়েছে।

  • ঢাকা-৪, ৫, ৭, ১০ ও ১৪ আসনের সীমানায়ও নতুন ওয়ার্ড ও ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
    এছাড়া সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন সাভার আসনেই রাখা হলেও বনগাঁও ইউনিয়নকে ঢাকার সঙ্গে যুক্ত করা হয়েছে।

  • বাগেরহাটে আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩টি করা হয়েছে।

  • গাজীপুরে আসন সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৬ করা হয়েছে।

  • নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামসহ একাধিক জেলায় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

 

দোহার ও নবাবগঞ্জ আসন পুনরুদ্ধার কমিটি নির্বাচন কমিশনে স্বাক্ষর সংগ্রহ করে আবেদন জমা দিলেও তা গৃহীত হয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ দেখা দিয়েছে।

 

গত ৩০ জুলাই খসড়া তালিকা প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ছিল। এরপর ২৭ আগস্ট চারদিনে অনুষ্ঠিত শুনানিতে ১ হাজার ৮৯৩টি দাবি-আপত্তি গ্রহণ করে ইসি।

 

চূড়ান্ত তালিকা অনুসারে দেশের সব নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।