ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:১০ পিএম

ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই: রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্র ওবায়দুল কাদের জড় পদার্থে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে বলেন মন্তব্য করেন তিনি।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই। তিনি দলের জড় পদার্থে পরিণত হয়েছেন।

 

‌‌‌‘রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে’, অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

 

তিনি মন্তব্য করেন, ১ টাকা দিয়ে গণভবন কিনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তিনি নিজের চেহারা ও গায়ের রঙ নিয়ে হীনমন্যতায় ভুগছেন।