সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ: বিক্রম মিশ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ পিএম

সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ: বিক্রম মিশ্রি

বাংলাদেশ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে তিনি এই কথা জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 

“পররাষ্ট্র সচিব সম্প্রতি সেখান থেকে (বাংলাদেশ) ফিরেছেন। তাই সফরের তথ্য একেবারে তাজা। তিনি আমাদের বিশদে ব্রিফিং দিয়েছেন। সাংসদরা প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন,” কমিটির চেয়ারপারসন এবং প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর বৈঠক শেষে সাংবাদিকদের জানান। মিশ্রি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে প্যানেলকে ব্রিফ করেন।

 

“প্রায় ২১-২২ জন সাংসদ উপস্থিত ছিলেন এবং অনেক প্রশ্ন করা হয়েছিল। পররাষ্ট্র সচিব তা বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন,” তিনি বলেন।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেশ কয়েকজন সাংসদ মিশ্রির কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে। তবে এই প্রশ্নগুলোর উত্তর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

মিশ্রি আরও জানান, সংবাদ মাধ্যমের প্রতিবেদন ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনুস ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা নিয়ে কোনো কথা বলেননি।

 

সোমবার ঢাকায় দু’দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠকে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার “দুঃখজনক ঘটনা”গুলোর কথা তুলে ধরে বলে মিশ্রি জানিয়েছেন। এর জবাবে বাংলাদেশ এসব তথ্য “ভুল এবং বিভ্রান্তিকর” বলে উল্লেখ করে এবং জানায়, কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, বলেন মিশ্রি।

 

মিশ্রি সাংবাদিকদের জানান, তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব  সমকক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকেও ভারতের উদ্বেগ, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণ নিয়ে আলোচনা করেছেন।

 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক ছিল এটি।

 

“আমরা সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক স্থাপনাগুলির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনার কথাও আলোচনা করেছি,” মিশ্রি বলেন।

“আমরা আশা করি বাংলাদেশ কর্তৃপক্ষ এই সব বিষয়ে গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে এবং আমরা সম্পর্ককে ইতিবাচক, অগ্রগতিমূলক এবং গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি,” তিনি যোগ করেন।

 

ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে যে, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক হিন্দুদের লক্ষ্যবস্তু করে আক্রমণ করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।